আইপিএলের প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। রবিবার কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে লিগ পর্ব শেষ করল দলটি। এই হারের ফলে পাঞ্জাবের প্লে-অফের আশাও শেষ হয়ে গেল।
আবুধাবিতে দিনের প্রথম ম্যাচে ৯ উইকেটের বড় জয় তুলে নেয় চেন্নাই। পাঞ্জাবের দেওয়া ১৫৪ রান তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে দলটি।
পাঞ্জাবের এটি টানা দ্বিতীয় হার। শুরুর দিকে হারের বৃত্তে থাকলেও পরে ঘুরে দাঁড়িয়ে প্লে-অফের লড়াইয়ে ছিল পাঞ্জাব। কিন্তু টানা দুই হারে সেই স্বপ্ন মিলিয়ে গেল দলটির।
১৪ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে এবারের আইপিএল মিশন শেষ করল পাঞ্জাব। সমান পয়েন্ট নিয়ে শেষ হলো চেন্নাইয়ের মিশনও।
টস জিতে এদিন প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছিল চেন্নাই। ভালো শুরু পেলেও লুঙ্গি এনগিদির দারুণ বোলিংয়ে ৬ উইকেটে ১৫৩ রানের বেশি করতে পারেনি পাঞ্জাব। দলটির পক্ষে দীপক হুডা ৩০ বলে অপরাজিত ৬২ রানের ইনিংস খেলেন। ৩ চার ও ৪ ছক্কায় সাজান নিজের ইনিংস। লুঙ্গি সর্বাধিক ৩ উইকেট নেন।
লক্ষ্য তাড়া করতে নেমে রুতুরাজ গায়কোয়াড়ের অপরাজিত ৬২ রানে সহজ জয় পায় চেন্নাই। ৪৯ বলে ৬ চার ও ১ ছক্কায় নিজের ইনিংস সাজান রুতুরাজ। ফ্যাফ ডু প্লেসিস ৪৮ ও অম্বতি রায়ডু অপরাজিত ৩০ রান করেন। ম্যাচসেরা হয়েছেন রুতুরাজ।